মোবাইল দিয়ে ঘরে বসে ডেটা এন্ট্রি কাজ শেখা
দিয়ে ঘরে বসে ডেটা এন্ট্রি কাজ শেখা এখন খুব সহজ হয়ে গিয়েছে। ঘরে বসে ডেটা এন্ট্রি কাজ শেখার সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। ডেটা এন্টির কাজ মূলত অনলাইন কাজ এটি বাংলাদেশের ফ্রিল্যান্সিং জগতে ডেটা এন্ট্রি একটি বড় প্ল্যাটফর্ম।
বর্তমানে ফ্রিল্যান্সিং জগতের ডেটা এন্ট্রি গুরুত্বপূর্ণ পেশা হিসেবে দাঁড়িয়েছে।
ঘরে বসে ডেটা এন্ট্রি কাজ দিয়ে লাখ টাকা ইনকাম করা সম্ভব। তো চলুন জেনে নেওয়া যাক
মোবাইল দিয়ে ডেটা এন্ট্রির কাজ, ডেটা এন্ট্রি কি, ডেটা এন্টি দিয়ে কত টাকা ইনকাম
করা যায় এ সম্পর্কে বিস্তারিত।
সূচিপত্রঃ মোবাইল দিয়ে ঘরে বসে ডেটা এন্ট্রি কাজ শেখা
- মোবাইল দিয়ে ঘরে বসে ডেটা এন্ট্রি কাজ শেখা
- ডাটা এন্ট্রি মানে কি
- ডেটা এন্ট্রির কাজ করতে কি কি প্রয়োজন
- ডেটা এন্ট্রি শিখে কি জব পাওয়া যায়
- ডেটা এন্ট্রির কাজে কি যোগ্যতার প্রয়োজন
- মোবাইল দিয়ে ডেটা এন্ট্রি কাজের ইনকাম কত
- ডেটা এন্ট্রি করে ইনকাম করার সেরা ওয়েবসাইট
- মোবাইল দিয়ে ডেটা এন্ট্রি করার সুবিধা ও অসুবিধা
- ডেটা এন্ট্রি শেখার জন্য জনপ্রিয় অ্যাপ এবং টুলস
- মন্তব্যঃ মোবাইল দিয়ে ঘরে বসে ডেটা এন্ট্রি কাজ শেখা
মোবাইল দিয়ে ঘরে বসে ডেটা এন্ট্রি কাজ শেখা
মোবাইল দিয়ে ঘরে বসে ডেটা এন্ট্রি কাজ শেখা এখন সহজ হয়ে গিয়েছে। এখন অনেক
প্লাটফর্ম ও অ্যাপ আছে যেখানে মোবাইল দিয়ে কাজ শুরু করা সম্ভব। আমরা ডেটা
এন্ট্রির কাজের কথা কম বেশি সবাই জানি। তবে মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি করে আয়
করা এ সম্পর্কে অনেকেই জানেনা। মোবাইল দিয়ে যে কাজগুলো করতে পারবেন এবং সেই সাইট
গুলো কোথায় পাওয়া যাবে সে সম্পর্কে আমরা জানব আপনি যদি সেই সকল সাইটের ডেটা
এন্ট্রির কাজটি সঠিকভাবে করতে পারেন।
আর ও পড়ুনঃ ছাত্র অবস্থায় ইনকাম করার সহজ উপায় বাংলাদেশ
তবে আপনি প্রতি মাসে ২০০ থেকে ৩০০ ডলার আয় করতে পারবেন তবে সমস্যা হলো ডাটা
এন্ট্রি হলো স্প্যামের সবচেয়ে সাধারণ রূপ তাই কাজ শুরু করার আগে আপনাকে অবশ্যই
ওয়েবসাইটটি নিয়ে গবেষণা করতে হবে সঠিক তথ্য নিয়ে কাজ করলে আপনার মূল্যবান সময়
নষ্ট হবে না। ডেটা এন্ট্রি কাজটি সহজ হওয়ায় আপনি মোবাইলে কাজ করতে পারবেন। তবে
ভালোভাবে কাজ করতে চাইলে অবশ্যই আপনাকে একটি কম্পিউটার রাখতে হবে। কারণ কম্পিউটার
দিয়ে কাজে আপনার অনেক সময় কম লাগবে। মোবাইল দিয়ে ডেটা এন্ট্রির কাজ শেখার
উপায় নিচের দেওয়া হল।
- টাইপিং স্পিড বাড়ানঃ মোবাইলে বাংলা ইংরেজি টাইপিং ও স্পিড বাড়াতে হবে জিবোর্ড বা রেডমি কিবোর্ড ব্যবহার করলে টাইপিং সহজ হবে।
- Excel এর কাজ শেখাঃ ডেটা এন্ট্রির বেশিরভাগ কাজই Excel বা গুগল সেটা হয়ে থাকে। এজন্য আপনাকে মোবাইলে গুগল শিট অ্যাপ ইন্সটল করে এক্সেল এর কাজ করতে হবে।
- Google Docs বা Microsoft Word শেখাঃ মোবাইলে Google Docs বা Microsoft Word অ্যাপ দিয়ে প্র্যাকটিস করতে থাকুন এতে করে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে।
- অনলাইন কোর্স করুনঃ অনলাইনে কোর্সের মাধ্যমে আপনি ডেটা এন্ট্রি টিউটোরিয়াল থেকে অনেক ডেটা এন্ট্রির কাজ শিখতে পারবেন।
- প্র্যাক্টিস করাঃ নিজের মোবাইল থেকে একটা এক্সেল ফাইল বানিয়ে নাম ফোন নাম্বার খরচের হিসাব লিখুন যত বেশি অনুশীলন করবেন তত দ্রুত কাজ শিখতে পারবেন।
- ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খোলাঃ Fiverr, upwork, Freelancer ইত্যাদি সাইটে ছোট ছোট ডাটা এন্ট্রির কাজ পাওয়া যায়। মোবাইল দিয়ে গুলো কাজ করা সম্ভব, তাই এগুলো সাইটে একাউন্ট খুলে রাখা প্রয়োজন।
ডাটা এন্ট্রি মানে কি
ডেটা এন্ট্রি এমন এক ধরনের কাজ যা একজন ব্যক্তি তার মোবাইল বা কম্পিউটার সিস্টেম
বা ডাটাবেসের টাইপিং এর মাধ্যমে ডেটা ইনপুট করে আউটপুট করে। অর্থাৎ ডাটা এন্টি
মানে হল কম্পিউটার বা মোবাইলের বিভিন্ন ডকুমেন্ট এক্সেল শীট ওয়েবসাইট বা
সফটওয়্যার এর সঠিকভাবে তথ্য টাইপ করে সংরক্ষণ করা যেমন নাম, ঠিকানা, ফোন
নাম্বার, রিপোর্ট, প্রোডাক্ট লিস্ট ইত্যাদি। বর্তমানে ডাটা এন্ট্রি চাহিদা অনেক
বেশি ডেটা এন্ট্রি কাজ আপনি মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন।
ডাটা এন্ট্রি মূল্য দিকটি তথ্য চিত্র বা বিষয়বস্তু একটি ফরমেট এর রূপান্তর করে
তা প্রয়োজনে ব্যক্তিকে সরবরাহ করা হলো ডেটা এন্ট্রির কাজ। ডেটা এন্ট্রি মাধ্যমে
বিভিন্ন তথ্য সংরক্ষণ করে রাখা যায় এবং প্রয়োজনীয় সময় ইনপুট তথ্য প্রদান করা
যায়। অর্থাৎ ডেটা এন্ট্রির কাজ হল এক সোর্স থেকে আর এক সোর্সে তথ্য ইনপুট এর
মাধ্যমে প্রেরণ করা। ডেটা এন্ট্রির মাধ্যমে তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায়
সহজে প্রদান করা সম্ভব হয়।
ডেটা এন্ট্রির কাজ করতে কি কি প্রয়োজন
মোবাইল দিয়ে ঘরে বসে ডাটা এন্ট্রি কাজ শেখা আমরা ডাটা এন্ট্রির কাজের কথা কমবেশি
সবাই জানি মোবাইলে কাজ এখন আরো সহজে করা যায়। ডেটা এন্ট্রি কাজের জন্য অনেক
কিছুরই প্রয়োজন পড়ে থাকে। ডেটা এন্ট্রি কাজ শুরু করতে কিছু বেশি জিনিসপত্র এবং
দক্ষতা থাকা জরুরি। মোবাইল দিয়ে ঘরে বসে ডেটা এন্ট্রি কাজ শেখা চলুন জেনে নেওয়া
যাক ডেটা এন্ট্রি কাজের জন্য যা যা প্রয়োজন তার নিচে দেওয়া হলঃ
আর ও পড়ুনঃ
ঘরে বসে অনলাইন ইনকাম করার ১০ টি সহজ উপায়
- মোবাইল বা কম্পিউটারঃ ডেটা এন্ট্রির কাজের জন্য মোবাইল ব্যবহার করা যায় তবে ল্যাপটপে থাকলে আরো সহজ হবে।
- ইন্টারনেট কানেকশনঃ ডেটা এন্ট্রির কাজে জন্য ভালো স্পিডে ইন্টারনেটের প্রয়োজন। কারণ কাজগুলো অনলাইনেই করতে হবে। যদি ওয়াইফাই সংযোগ থাকে তাহলে অনেক সুবিধা হয়। তবে মোবাইলে ডেটা ব্যবহার করা যাবে।
- টাইপিং দক্ষতাঃ ইংরেজি বা বাংলা টাইপিং এ দ্রুত এবং সঠিকভাবে জানতে হবে এবং টাইপিং স্পিড বাড়াতে হবে।
- সফটওয়্যার সম্পর্কে জ্ঞানঃ গুগল সিট, এক্সেল এ ডেটার টেবিল আকারে লিখতে হয় Google Docs বা মাইক্রোসফট ওয়ার্ড এর রিপোর্ট কনটেন্ট বা লেখা টাইপ করতে হয়। pdf টুলস অনেক সময় পিডিএফ থেকে ডেটা কপি করে রাখতে হয়। ইমেইল সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে কারণ বিভিন্ন অনলাইন ফর্ম বা ওয়েবসাইটে ডাটা এন্ট্রি দিতে হয় ই-মেইলের মাধ্যমে।
- বেসিক ইংলিশ সম্পর্কে জ্ঞানঃ অনেক সময় অনেক কাজে ইংলিশ থাকতে পারে তাই সাধারণ ইংলিশ পড়ালেখা বুঝতে জানতে হবে।
- প্ল্যাটফর্ম এর প্রোফাইল আপলোডঃ ফাইবার, আপ ওয়ার্ক ফ্রিল্যান্সারের মতো সাইটে প্রোফাইল খুলে কাজ দিতে হবে। চাইলে লোকাল মার্কেট কাজ করতে পারেন। ফেসবুক গ্রুপ থেকেও কাজ শুরু করা যেতে পারে।
ডেটা এন্ট্রি শিখে কি জব পাওয়া যায়
আপনি চাইলে ঘরে বসেই ডেটা এন্ট্রি শিখে জব পেতে পারেন। আপনি ঘরে বসে ইউটিউবে
ভিডিও দেখে অনলাইন কোর্স করে ডেটা এন্ট্রির কাজ শিখতে পারেন। বিভিন্ন সাইটে
বিভিন্ন রকমের ডেটা এন্ট্রির করে ইনকাম সাইটের নানা ধরনের ডেটা এন্ট্রির কাজ
রয়েছে। ডেটা এন্ট্রি কাজের এখন অনেক প্রতিযোগিতা শুরু হয়েছে। কারণ এখানে কাজ
করতে তেমন দক্ষতার প্রয়োজন হয় না। এজন্য প্রতিযোগিতা অনেক বেশি হয়ে থাকে। ডেটা
এন্ট্রি শিখে দুইভাবে জব পাওয়া যায় তা নিচে দেওয়া হলঃ
- ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অনলাইন জবঃ ডেটা প্রসেসিং, ফরম ফিলাপ প্রজেক্ট, ডেটা ক্লিনজিং, কনটেন্ট ক্রিয়েশন, ডেটা মাইনিং, ইমেজ ট্রাকিং, কনটেন্ট মোডারেশন, সার্ভে পূরণ করা, কপি পেস্ট জব, ওয়েব রিসার্চ, অ্যাপ টেস্টিং, ট্রান্সলেশন ইত্যাদি।
- লোকাল জবঃ অনেক প্রতিষ্ঠান ডেটে এন্ট্রির অপারেটর নিয়োগ করে থাকে বিশেষ করে ব্যাংক হসপিটাল স্কুল কোম্পানি অফিস আদালত ইত্যাদি। বাংলাদেশে অনেক আউটসোর্সিং কোম্পানি এখন অনলাইনে ঘরে বসে কাজগুলো করা যায়।
ডেটা এন্ট্রির কাজে কি যোগ্যতার প্রয়োজন
ডেটা এন্ট্রি কাজ করতে বেশি কিছু নিয়ম নীতি জানতে হয়। কারণ ডেটা এন্ট্রি কাজ
বিভিন্ন ধরনের হতে পারে। তাই আপনাকে সেই নিয়ম গুলো জানতে হবে। ডেটা এন্টি কাজে
ধরন কিভাবে লিখা যায়, ফাইল তৈরি করতে হয় বা কিভাবে তথ্য সংগ্রহ করতে হয়
ইত্যাদি বিষয়ে জানা দরকার। তাহলে আপনি খুব সহজে ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন
এবং অল্প সময় সফলতা অর্জন করতে পারবেন। ডেটা এন্ট্রি কাজের জন্য অবশ্যই যোগ্যতার
প্রয়োজন রয়েছে।
সে যোগ্যতা হলো আপনার কাজে দক্ষতা। আপনি কেমন কাজ পারেন আপনার কাজে সফলতা। আসলে
যোগ্যতা বলতে সার্টিফিকেট কে বোঝায় না এটি অন্যান্য চাকরি ক্ষেত্রে যোগ্যতার
প্রমাণ চেয়ে থাকে কিন্তু ডাটা এন্ট্রি কাজের জন্য কোন যোগ্যতার প্রয়োজন নেই।
শুধু কাজে দক্ষতায় প্রয়োজন এবং বেসিক ধারণার প্রয়োজন রয়েছে। তবে ডেটা এন্ট্রি
কাজের জন্য যেসব যোগ্যতা প্রয়োজন তা হলঃ
- বেসিক কম্পিউটার স্কিল
- টাইপিং স্কিল
- মাইক্রোসফট অফিস ব্যবহৃত স্কিল
- ইন্টারনেট ব্যবহারের দক্ষতা
- ইমেল সম্পর্কে ধারণা
মোবাইল দিয়ে ডেটা এন্ট্রি কাজের ইনকাম কত
মোবাইলে ডাটা এন্ট্রি কাজের ইনকাম করতে হয় এ সম্পর্কে অনেকের প্রশ্ন থাকে
উত্তরটা সঠিকভাবে বলা সম্ভব নয় কেননা যে ব্যক্তি মোবাইলে ডাটা এন্ট্রি করে মাসে
ইনকাম করবে তা নির্ভর করে তার কাজে দক্ষতার উপর যার কাজের অভিজ্ঞতা বেশি তার
অবশ্যই ডাটা এন্ট্রি করে বেশি টাকা আয় করতে পারবে আপনার যদি দক্ষতা যোগ্যতা ভালো
হয় তাহলে অবশ্যই মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। যারা খুব দক্ষ
তারা খুব সহজে এখান থেকে টাকা ইনকাম করছে।
আর ও পড়ুনঃ
ফেসবুক থেকে টাকা ইনকাম করার সহজ উপায় ২০২৫
এটা হতে পারে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার একটি ভালো মাধ্যম। আপনি যদি খুব সহজেই
ঘরে বসে টাকা ইনকাম করতে চান। তাহলে ডেটা এন্ট্রি হবে আপনার জন্য সবচেয়ে ভালো
চয়েস। অন্যান্য কাজের তুলনায় ডেটা এন্ট্রির কাজের রেট কম, কিন্তু আপনি যদি
একসাথে অনেক প্রজেক্ট করে থাকেন। তাহলে এই সাইট থেকে ভালো ইনকাম করতে পারবেন।
ফাইবারে এমন ফিন্যান্সের আছে যারা মাসে ১০ থেকে ১৫ টি ডেটা এন্ট্রির কাজ করে ৫০
থেকে ৮০ হাজার টাকা ইনকাম করে আসছে।
ডেটা এন্ট্রি করে ইনকাম করার সেরা ওয়েবসাইট
অনলাইন ইনকাম করার জন্য বিভিন্ন রকমের ওয়েবসাইট রয়েছে যেখানে একাউন্ট তৈরি করে
নিতে হবে কাজ নেওয়ার জন্য বিভিন্ন রকম উপার্জন করতে হবে। এসব ওয়েবসাইটে অনলাইনে
ইনকামের অনেক কাজ থাকে যে আপনি ঘরে বসেই মোবাইলের মাধ্যমে করতে পারবেন।
ডি-টোয়েন্টি কাজে জন্য বিভিন্ন ওয়েবসাইটের নিচে আলোচনা করা হলো আপনি এই
সাইডগুলোতে নিবন্ধন করে অর্থ উপার্জন করতে পারেন। ডেটা ইঞ্চি করে ইনকাম করা সেরা
ওয়েবসাইট গুলো নিচে দেওয়া হলঃ
- Upwork
- Freelancer
- Fiverr
- Flexjobs
১.Upwork (আপওয়ার্ক) বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে
আপওয়ার্ক। আপওয়ার্ক আর ফ্রিল্যান্সারদের জন্য খুব উপযোগী একটি অনলাইন ইনকাম সাইট
upwork এ সব ধরনের কাজ পাওয়া যায় ডেটা এন্ট্রি তার মধ্যে একটি।
২.ফ্রিল্যান্সারঃ ফ্রিল্যান্সার ডট কম হলো একটি পরিচিত যেটা এনজিও ওয়েবসাইট
বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ফিনান্সের ডট কম পরিচালিত হয় অন্যান্য ওয়েবসাইটের
মত ফ্রিল্যান্সার ডটকম ওয়েবসাইট আপনাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেয়।
৩. ফাইভারঃ ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এর মধ্যে একটি জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে
ফাইভার। বর্তমান ওয়েবসাইট গুলোর মধ্যে সবচেয়ে বেশি ডেটা এন্ট্রির কাজ পাওয়া
যায় এই ফাইভার থেকে।
৪. Flexjobs ডেটা এন্টির জন্য Flexjobs ওয়েবসাইট অনেক পরিচিত একটি নাম। এই
ওয়েবসাইটের প্রধান অসুবিধা হচ্ছে কি কাজ করতে হলে আপনাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ
প্রদান করতে হয়। তবে ফ্রিল্যান্সারা যে কোন জায়গা থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে
কাজ করতে পারে। এখানে বিশ্বের অনেক দামি দামি কোম্পানির সাথে কাজ করার সুযোগ থাকে
এজন্য এই ওয়েবসাইট অনেক জনপ্রিয়।
মোবাইল দিয়ে ডেটা এন্ট্রি করার সুবিধা ও অসুবিধা
বর্তমানে ডেটা এন্ট্রি কাজের জন্য শুধু কম্পিউটার বার করতে হয় না, মোবাইল
ডিভাইস ও একটি কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। মোবাইল ডিভাইসের
মাধ্যমে ডেটা এন্ট্রি করার কিছু সুবিধা অসুবিধা রয়েছে। মোবাইল দিয়ে ডেটা
এন্ট্রি করার সুবিধা মোবাইলের সবচেয়ে বড় সুবিধা হল এটি বহনযোগ্য আমরা
মোবাইলটি যেখানে সেখানে নিয়ে যেতে পারি। আপনি বাসে, ট্রেনে, এমনকি পার্কে বসেও
যে কোন জায়গা থেকে ডেটা এন্ট্রির কাজ করতে পারেন। ল্যাপটপ বা কম্পিউটারের মত
আপনাকে নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকতে হবে না।
মোবাইল দিয়ে ডেটা এন্ট্রি করার অসুবিধা হলো মোবাইলে স্ক্রিন ছোট হওয়ার কারণে
আপনি বড় কোন ডেটার সিট বা টেবিল দেখা এবং এটি আপনার পক্ষে করা কঠিন হয়ে যাবে।
মোবাইলের ভার্চুয়াল কিবোর্ডে দ্রুত টাইপ করাটা ও ল্যাপটপ বা কম্পিউটারের
কিবোর্ডের মতো সহজ নিয়ম। এতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এবং মোবাইলে একাধিক
অ্যাপ চালানো অনেক কঠিন। ডেটা এন্ট্রি করার অনেক সময় একাধিক ফাইল কিংবা অ্যাপ
একসঙ্গে খোলার প্রয়োজন হয়। তখন একটি ফাইল থেকে ডাটা দেখে অন্য ফাইলে লেখা
মোবাইল এই কাজ করা বেশি কঠিন হয় না।
ডেটা এন্ট্রি শেখার জন্য জনপ্রিয় অ্যাপ এবং টুলস
বর্তমান যুগে ডেটা এন্ট্রি শেখার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ এবং টুলস রয়েছে, নতুন এবং অভিজ্ঞ উভয় ধরনের ব্যক্তিদের জন্য এটি সহায়ক। এই টুলগুলো শেখার প্রতিক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করে তোলে। সেই সব অ্যাপ এবং টুলস এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি এবং এই ধরনের অ্যাপ থেকে ইনকাম করতে পারি। যেসব অ্যাপ এবং টুলস ব্যবহার করে ডেটা এন্ট্রির কাজ করা সম্ভব এবং দক্ষতা বৃদ্ধি করা সম্ভব। নিচে কিছু জনপ্রিয় অ্যাপ এবং টুলস নিয়ে আলোচনা করা হলোঃ
- মাইক্রোসফট এক্সেলঃ এটি ডেটা এন্ট্রির জন্য সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী একটি টুল। এটি শুধু ডেটা এন্ট্রির জন্যই নয় বরং ডেটা বিশ্লেষণ ফিল্টারিং এবং গণনার জন্যব্যবহার করা হয়।
- ডেটা এন্ট্রি অ্যাপঃ মোবাইল ডিভাইসে ডেটা এন্ট্রির জন্য কিছু বিশ্বস্ত অ্যাপ রয়েছে যার মাধ্যমে সহজে তথ্য ইনপুট করা যায়। Formstack এটি অনলাইন ফর্ম পূরণ এবং ডেটা সংগ্রহ করার সুবিধা দেয়।
মন্তব্যঃ মোবাইল দিয়ে ঘরে বসে ডেটা এন্ট্রি কাজ শেখা
মোবাইল দিয়ে ঘরে বসে ডেটা এন্ট্রি কাজ শেখা বিস্তারিত আলোচনা করা হয়েছে। কিভাবে
মোবাইলে ডাটা এন্ট্রি করে ইনকাম করা যায় ডেটা এন্ট্রির কাজে কি দক্ষতা প্রয়োজন
ডেটা এন্ট্রি কাজে ইনকাম কত ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে উপরের তথ্য
অনুযায়ী নিয়মমাফিক কাজ করলে আপনি সহজেই মোবাইলে ঘরে বসে কাজ করতে পারবেন এবং
ইনকাম করতে পারবেন।
ফিনান্সিং জগতে খুব সহজ এবং কম সময়ের মধ্যে অনলাইনে ইনকাম করতে চাইলে মোবাইলে
ডেটা খুব ভালো একটি উপায়। আজকে রাতে খেলতে আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে
জানাবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। এরকম আরো কনটেন্ট পেতে আমাদের পেইজে
থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। 250510
http://
অর্গানিক সদাই২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url