লুলিটপ মলম এর উপকারিতা ও অপকারিতা গুলো

লুলিটপ মলম এর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে অনেকেই জানেন না। লুলিটপ একটি এন্টিফাঙ্গাল ক্রিম। যা ত্বকের ফাঙ্গাল সমস্যা নিরাময় ব্যবহার করা হয়। এটি ফাঙ্গাসের বাড়াতে গিয়ে প্রতিরোধ করে এবং সংক্রমণ কমাতে সাহায্য করে।

লুলিটপ-মলম-এর-উপকারিতা-ও-অপকারিতা

এই ক্রিমটা ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে। অ্যান্টি ফাংগার ক্রিম বাহ্যিক ব্যবহারের জন্য অর্থাৎ ত্বকের বাহিরে ব্যবহারে এন্টিফাঙ্গাল একটি ক্রিম হচ্ছে লুলিটপ। আজকে আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানাবো লুলিটপ মলম এর উপকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া, ব্যবহার সম্পর্কে। 

সূচিপত্রঃ লুলিটপ মলম এর উপকারিতা ও অপকারিতা

লুলিটপ মলম এর উপকারিতা ও অপকারিতা

লুলিটপ মলম এর উপকারিতা ও অপকারিতা দুটোই রয়েছে। এই মলমটির বাণিজ্যিক নাম হচ্ছে লুলিটপ। এই মলমের জন্য ঠিক নাম হল লুলিকোনাজল। এই মলমটির প্রস্তুতকারক কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল বাংলাদেশ লিমিটেড। এই ক্রিমটি দাউদের জন্য ব্যবহার করা হয়ে থাকে। লুলি টপ মলম যা ত্বকে ছত্রাক সংক্রমণের চিকিৎসা জন্য ব্যবহৃত হয় এটি ছত্রাকে বেঁচে থাকার জন্য প্রয়োজন একটি গুরুত্বপূর্ণ উপাদান তৈরি করা বন্ধ করে কাজ করে যার ফলে সংক্রমণ পরিষ্কার করতে এবং চুলকানি লালচে ভাবের মত লক্ষণগুলি থেকে মুক্তি পেতে সাহায্য করে। লুলিটপ মলমের উপকারিতা নিচে দেওয়া হলঃ
  • ত্বকের ফাঙ্গাল ইনফেকশন কমায়ঃ লুলি টপ ব্যবহারের ফলে ত্বকের ফাঙ্গাল সংক্রমণ নিরাময় করে দাদ এর মত সংক্রমণ থেকে বাঁচায়। 
  • চুলকানি কমায়ঃ দাউদ সংক্রমণ জনিত চুলকানি জ্বালা ও লাল ভাব কমাতে সাহায্য করে এই মলমটি। 
  • পুনরায় ফিরে না আসাঃ এই মলমটি ব্যবহারের ফলে ফাঙ্গাসের কোষ ধ্বংস করে দেয়। যার ফলে একই স্থানে বারবার সংক্রমণ হওয়ার ঝুঁকি কমে। 
লুলিটপ মলম ব্যবহার করলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এটি আপনার শরীরের জন্য অনেক ক্ষতিকর প্রভাব ফেলে। যার কারনে শুধুমাত্র ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। লুলিটপ মলম অতিরিক্ত মাত্রায় ব্যবহারের ফলে শরীরের নানান সমস্যার দেখা দেয়। এর কিছু অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া নিচে দেওয়া হলঃ
  • হালকা জ্বালাপোড়া ও চুলকানি
  • ত্বকের লালচে ভাব বা শুষ্কতা
  • এলার্জির মাত্রা বেড়ে যাওয়া
  • ফুসকুড়ি বা ফুলে যাওয়া সম্ভাবনা
  • চোখ নাকো মুখের ভেতরে লাগলে জ্বালাপোড়া বা ক্ষতি হতে পারে। 

লুলিটপ মলম এর প্রধান উপাদান এবং পরিচিতি

লুলিটপ ক্রিম আসলে দাউদের চিকিৎসার ব্যবহার করা হয়ে থাকে। এটি সাধারণত আঙ্গুলের চিপায় এই ফাঙ্গাস দেখা যায়। দাউদ এর চিকিৎসার জন্য এই ক্রিমটি অনেক উপকারী। এই গেমটিতে সাধারণত যে জায়গায় ব্যবহার করা যায় সেই জায়গায় চুলকানি বা জ্বালাপোড়া ভাব হতে পারে একটু ফুলে যেতে পারে তাছাড়া তেমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। ব্যবহার করা হয় এর প্রধান উপাদান হলোঃ 
  • লুলিকোলাজল (Luliconazole) উপাদানে তৈরি
  • এটির কাজ হল ফাঙ্গাসের কোষ প্রাচীন ধ্বংস করা ফলের সংক্রমনের রোধ এবং দ্রুত নিরাময় ঘটাতে পারে। 
১. এই ক্রিমটির পরিচিতি ও ব্যবহার বিধি নিচে দেওয়া হলঃ লুলিটপ বা লুলিকোলাজল অ্যাথলিটের পায়ে, জগ ইচ, দাদ এবং ত্বকের খামির সংক্রমণ সহ বিভিন্ন ছত্রাকের ত্বকের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত করা হয়। এটি মূলত দাউদ একজিমা কাজে বেশি ব্যবহৃত হয়ে থাকে। এই মলমটি ডাক্তারের নির্ধারিত চিকিৎসার মাধ্যমে ছত্রাক সংক্রমনের ব্যবহার করা যেতে পারে। 

২. এই ক্রিম ত্বকের ফাংগাল সংক্রমণের জন্য ব্যবহার করা হয়। এই মলমটির মাধ্যমে চুলকানি, লালচে ভাব ও সংক্রমণ কমাতে দ্রুত কার্যকারী হয়ে থাকে। এ ব্যবহার বিধি হলোঃ লুলিটপ মলম আক্রান্ত স্থান ও তার চারপাশে দৈনিক একবার করে দুই সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হবে।

ছত্রাক জনিত সংক্রমনে কার্যকারিতা লুলিটপ মলমের 

লুলিটপ ৬৫ খুব ধীরে ধীরে শরীরে কাজ করে সাধারণত এইগুলো চার মাস ব্যবহার করতে হয়। দাউড একটি অত্যন্ত ছত্রাক জনিত সংক্রমণ চর্মরোগ তাই এই ছোঁয়াচে দাউদ রোগ একজনের থেকে আরেকজন ছড়াতে পারে। এছাড়াও দীর্ঘ সময় ময়লা কাপড় পরিধান করলে দাউদ সংক্রমণ চর্মরোগ ছড়াতে পারে এই রোগটি মূলত শরীরের সকল জায়গা হতে পারে যেমন মুখের ত্বক গলায় পা বা পায়ের আঙ্গুল পিঠে হাতের আঙ্গুল ও খুবই মারাত্মক জায়গায় হল মাথার তালুতে। এবং গোপন স্থানের আশেপাশেও হওয়ার সম্ভাবনা থাকে। ছত্রাক জনিত সংক্রমণের কার্যকারিতা নিচে আলোচনা করা হলোঃ 
লুলিটপ-মলম-এর-উপকারিতা-ও-অপকারিতা
  • দাউদঃ লাল, গোলাকার দাগ এবং চুলকানি কমাতে সাহায্য করে এই মলমটি। এই মলমটি সংক্রমিত ত্বকের ফাঙ্গাস ধ্বংস করে পুনরায় সংক্রমণ হওয়া প্রতিরোধ করতে সাহায্য করে। 
  • অ্যাথলিটস ফুটঃ অ্যাথলিটস ফুট মানে হচ্ছে পায়ের ত্বকে ভেতরের ফাঙ্গাস ইনফেকশন। এ মলমটি সংক্রমণের জ্বালা চুলকানি ও ফাটল কমাতে সাহায্য করে। 
  • জক ইচঃ চক ঈদ হলো কোমর বা যোনিপথের আশেপাশে ত্বকের সংক্রমণ হওয়া। এই মলমটি ব্যবহারের ফলে কোমর বা যোনিপথের আশেপাশের টকের সংক্রমণ থেকে রক্ষা করে। 

লুলিটপ মলম যেভাবে কাজ করে

লুলিটপ মলম ছত্রাকের কোষের ঝিল্লির একটি উপাদান। যা সংক্রমণকে বাধা দেয় এবং ছত্রাক কোষের ঝিল্লি কে দুর্বল করে দেয় এবং সংক্রমণ ছড়াতে বাধা দেয়। এই মলম টির কাজ হচ্ছে ছত্রাক ধ্বংস ধ্বংস করে এবং সেটিকে বাড়ানো থেকে বাধা দেয়। লুলি টপ মলমটি সাধারণত ১ থেকে ৪ দিন লাগিয়ে সংক্রমণ সাড়াতে। এটি সম্পূর্ণ চিকিৎসকের নিয়ম মাপের ব্যবহার করা উচিত এতে করে আপনি কয়েকদিনের মধ্যে ভালো করতে শুরু করবেন। 
  • ফাংগাল কোষ প্রাচীন ধ্বংস করেঃ ললিতা ফাঙ্গেল ক্রোশ প্রাচীনকে ধ্বংস করে সংক্রমণ বৃদ্ধি বন্ধ করে। এর ফলে ফাংগাল দুর্বল হয়ে ভেঙে যায় এবং মারা যায়। 
  • ফাঙ্গাসের বৃদ্ধি থামানোঃ এই মলমটি ব্যবহারের ফলে কোষ বিভাজন বা বৃদ্ধি প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয় এতে করে সংক্রমণ দ্রুত ছড়ানো বন্ধ হয়ে যায় এবং শরীরে থেকে সংক্রমণ তাড়াতাড়ি চলে যায়।
  • সংক্রমণ জনিত উপসর্গঃ এই ক্রিমটি ব্যবহারের ফলে চুলকানি লাগছে ভাব ফলা বা জ্বালা কমাতে সাহায্য করে ত্বকের ধীরে ধীরে সুস্থ হয়ে আসে। 

লুলিটপ ক্রিম এর পার্শ্ব প্রতিক্রিয়া

লুলিটপ ক্রিম যদিও অনেক ভালো কাজ করে তবুও কেউ কেউ হালকা ত্বকের জ্বালাপোড়া, এলার্জি অনুভব করতে পারে। বেশিরভাগ সময় হালকা ও সাময়িক প্রতিক্রিয়া দেখা দেয়। লুলিটপ মলম এর উপকারিতা ও অপকারিতা তবে কিছু ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করা জরুরী। লুলিটপ সাধারন পার্শ্ব প্রতিক্রিয়া গুলো হলঃ
  • ত্বকের জ্বালা ভাব
  • ত্বক লালচে হয়ে যাওয়া
  • শুষ্ক হয়ে যাওয়া
  • ডায়রিয়া হওয়ার সম্ভাবনা
১.ত্বকের জালা ভাবঃ ক্রিমটি প্রাথমিক অবস্থায় ব্যবহার করলে জ্বালাবোড়া দেখা দিতে পারে । স্বাভাবিক এবং সাধারণ কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টার মধ্যে জ্বালাপোড়া চুলকানি কমে যায়।

২.ত্বক লালচে হয়ে যাওয়াঃ সংক্রমিত স্থানে ক্রিম লাগানোর সময় সাময়িক লালচে ভাব বা ফোলা দেখা দিতে পারে এতে ভয় পাওয়ার কিছু নেই। কিছুদিন ব্যবহারের ফলে ত্বকের লালচে ভাব কমে যাবে এবং শরীরের সংক্রমণ থেকে রেহাই পাওয়া যায়। 

৩.শুষ্ক হয়ে যাওয়াঃ এই ক্রিমটি দীর্ঘমেয়াদি ব্যবহারের ফলে ত্বক সামান্য শুষ্ক বা খসখস হয়ে যেতে পারে। এতে করে আপনি লোশন ব্যবহার করতে পারেন। যার ফলে ত্বকে শুষ্কতা ভাব কিছুটা হলেও কমে যেতে পারে। 

৪.ডায়রিয়া হওয়ার সম্ভাবনাঃ কিছু কিছু ক্ষেত্রে ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ডায়রিয়া বা বমি বমি ভাব হতে পারে। তাছাড়াও ত্বক পাতলা হয়ে যাওয়া বা কাল যে ভাব দেখা দিতে পারে। 

শিশু ও বয়স্কদের জন্য সীমিত মাত্রায় ব্যবহার

লুলি টপ ক্রিম সাধারণত প্রাপ্তবয়স্ক এবং বড় শিশুদের জন্য নিরাপদ বলে মনে করা হয় তবে নির্দিষ্ট চিকিৎসা তত্ত্বাবধান ছাড়া শিশু বা ছোট বাচ্চাদের জন্য এটি ব্যবহার করা উচিত নয়। লুলিটপ ক্রিমটি সাধারণত ঘরে তাপমাত্রা আলু আর্দ্রতা থেকে দূরে রাখা উচিত এবং শিশু পোষা প্রাণীদের নাগালের বাইরে সংরক্ষণ করা উচিত। একটি ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তাই বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। শিশুদের তো পাতলা ও নরম হয় তাই ক্রিমের অতিরিক্ত ব্যবহারের ফলে যা লালচে ভাব বা শুষ্কতা হতে পারে। 

এক্ষেত্রে আপনি ডাক্তারের নির্ধারিত মাত্রা অনুযায়ী পাতলা স্তরনে বাচ্চাদের উপর প্রয়োগ করতে পারেন দিনে সাধারণত একবার ব্যবহার করাই যথেষ্ট সংক্রমণ সেরে গেলে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করুন তারপর ছেড়ে দিন। একইভাবে বয়স্কদের ক্ষেত্রে যদি তা ত্বক পাতলা হয়ে থাকে তাহলে হালকা জ্বালাপোড়া ভাব হতে পারে এজন্য ক্রিমটি ব্যবহারের সময় অবশ্যই পাতলা স্তরে ক্রিমটি ব্যবহার করতে হবে। দীর্ঘদিন ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। 

ত্বক শুষ্ক হওয়া বা খোসা ওঠা সম্ভাবনা

লুলিটপ ক্রিম ব্যবহারের সময় কিছু ব্যবহারকারী ত্বকের শুষ্ক বা খোসা উঠার সমস্যা দেখা দিতে পারে। এটি মূলত ক্রিমের উপাদান লুলিকোনজল এর প্রভাবে হয়ে থাকে। এই ক্রিমটি ফাঙ্গাসের কোষ প্রাচীন ধ্বংস করে। ফলের সংক্রমিত ত্বক শুকনো বা খসখসে হতে পারে এবং চামড়া ওঠার মতো দেখা দিতে পারে। নির্ধারিত সময় বেশি ব্যবহার করলে ত্বকে আরো শুষ্ক বা পাতলা হওয়া সম্ভাবনা থাকে। এতে করে আপনি ক্রিম লাগানোর পরে হালকা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন।
লুলিটপ-মলম-এর-উপকারিতা-ও-অপকারিতা
যা আক্রান্ত ত্বকের জন্য উপযুক্ত মশ্চারাইজ ব্যবহার করে শুষ্কতা কমাতে পারে। এই ক্রিমটি ব্যবহারের জন্য ডাক্তারের নির্দেশনা মতো এবং পাতলা স্টরে ব্যবহার করা উচিত। অতিরিক্ত মাত্রায় ত্বক খসখস বা শুষ্ক অথবা খরচা ওঠার মতো দেখলে ক্রিমটি ব্যবহার থেকে বিরত থাকা উচিত। ত্বক অত্যন্ত শুষ্ক বা খোসা উঠলে ক্রিম ব্যবহার সাময়িক বন্ধ করে দিন এবং চিকিৎসকের পরামর্শ নিন। যদি ত্বকে ফুসকুড়ি অতিরিক্ত লাগছে কালচে ভাব জ্বালা দেখা দেয় অবিলম্বে ডাক্তারের সাথে পরামর্শ করুন। 

গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য সাবধানতা প্রয়োজন

গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে লুলিটপ ক্রিমটি ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন করা জরুরি। কারণ এ সময়ে গর্ভে শিশুর স্বাস্থ্য এবং দুধের মাধ্যমে শিশু সংক্রমনে ঝুঁকি বাড়তে পারে এবং শিশু বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগতে পারে। গর্ভবতী মায়ের জন্য সতর্কতা হলো গর্ব অবস্থায় ত্বকের কোন ঔষধ ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিতে হবে। শুধুমাত্র ডাক্তারের নির্দেশিত পরিমান ও সময় পর্যন্ত ব্যবহার করা উচিত। এই ক্রিমটি দীর্ঘ মেয়াদী ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
গর্ভাবস্থায় ক্রিমটি ব্যবহারের ফলে গর্ভের শিশুর প্রভাব বা এলার্জি দেখা দিতে পারে। এই ক্রিমটি ব্যবহারের সময় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে স্তন বা দুধের সংস্পর্শে আসা ত্বকের ব্যবহার করা যাবে না। প্রয়োজন হলে ডাক্তারের কাছ থেকে বিকল্প এন্টিফাঙ্গাল ক্রিম সুপারিশ করে নিতে হবে। শিশুতক বা শাস্তির কোন অস্বাভাবিকতা দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। গর্ভবতী স্তন দানকারী মায়েদের জন্য লুলি টপ ক্রিম সাধারণত ব্যবহার নিরাপদ নয়। 

লুলিটপ মলম ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেই

লুলিটপ মলম ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরী কারণ এটি সরাসরি ত্বকে প্রয়োগ করা হয় এবং ফাঙ্গাস কোষকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। চিকিৎসকের পরামর্শ না নিয়ে ক্রিমটি ব্যবহারের ফলে ব্যাকটেরিয়া এলার্জি বা অন্যান্য ত্বকের রোগ থাকলে এই ক্রিমটি ব্যবহারে অপেক্ষাকৃত ক্ষতিকর হতে পারে। ডাক্তার নির্দেশনা না থাকলে সঠিক মাত্রা দিনে কতবার লাগাতে হবে কত দিন ব্যবহার করতে হবে এসব জানা যায় না। এতে করে সংক্রমণ সঠিকভাবে সেরে ওঠেনা। 

আবার পুনরায় সংক্রমণ হওয়া সম্ভাবনা থাকে। তাই ডাক্তারের পরামর্শ নেওয়া খুব জরুরী। এই ক্রিমটি ব্যবহারের আগেই ডাক্তারের পরামর্শ নিতে হবে সংক্রমণ সঠিকভাবে সনাক্ত করতে হবে নির্ধারিত মাত্রার সময় অনুযায়ী ব্যবহার করতে হবে এই মলমটি ব্যবহারের ফলে পার্শ্ব প্রতিক্রিয়া বা অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দিলে ডাক্তারকে জানানো খুব জরুরী। তাই চিকিৎসকের পরামর্শ না নিলে লুলিটপ মলম ব্যবহার করা ঝুঁকিপূর্ণ এবং ত্বকের সমস্যা বাড়তে পারে। 

মন্তব্যঃ লুলিটপ মলম এর উপকারিতা ও অপকারিতা

লুলিটপ মলম এর উপকারিতা ও অপকারিতা। ত্বকের ফাংগাল সংক্রমণ নিরাময়ক যেমন দাদ বা চর্ম রোগের কার্যকরী। এই মলমটি নিয়মিত ব্যবহারে কয়েক দিনের মধ্যে আরাম বোধ দেখা দেয়। নিয়মিত ব্যবহারের ফলে ফাঙ্গাসের কোষ ধ্বংস করে ফলে একই স্থানে পুনরায় সংক্রমণ হওয়া ঝুঁকি কমে।

আজকে আর্টিকেলের মাধ্যমে আমরা জেনেছি লুলিটপ মলমের উপকারিতা অপকারিতা সম্পর্কে এটি কিভাবে কাজ করে এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। এরকম আরো আর্টিকেল পেতে আমাদের পেইজের সাথেই থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। 250510

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্গানিক সদাই২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url